যৌগিক স্বরের অপর নাম -

A সন্ধিস্বর

B দ্বিস্বর

C সান্ধ্যক্ষর

D সবগুলো

Solution

Correct Answer: Option D

- পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চরণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এ রূপে এক সঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর, সন্ধিস্বর, সান্ধ্যক্ষর বা দ্বিস্বর বলা হয়।

- বাংলা ভাষায় ২৫টি যৌগিক স্বরধ্বনি রয়েছে।

- বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যুগ্ম স্বরধ্বনির বা যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে : ঐ(অ + ই) এবং ঔ(অ + উ) বা (ও + উ)। উদাহরণ : কৈ, বৌ। অন্য যৌগিক স্বরের চিহ্ন স্বরূপ কোনো বর্ণ নেই।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions