বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে?

A সৈয়দ হামজা

B দৌলত কাজী

C মুহম্মদ আব্দুল হাই

D শাহ মুহম্মদ সগীর

Solution

Correct Answer: Option D

- তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি।
- তিনি আনুমানিক চতুর্দশ-পঞ্চদশ শতকে সাহিত্যচর্চা করেন।
- তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ‘ইউসুফ-জোলেখা’।
- তিনি চট্টগ্রামের রাজসভার পৃষ্ঠপোষকতায় লেখালেখি করতেন।
- এই কাব্যের মাধ্যমে তিনি প্রথম মুসলমান কবি হিসেবে লোককাহিনী ও ধর্মীয় আখ্যান মিলিয়ে নতুন ধারার সৃষ্টি করেন।
- তাঁর পরবর্তী মুসলমান কবিদের মধ্যে উল্লেখযোগ্য দৌলত কাজী ও সৈয়দ হামজা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions