হলোকাস্ট বলে চিহ্নিত করা যায় কোনটিকে?
A দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদী নিধন
B হুতি ও তুতসিদের লড়াই
C কৃষ্ণাঙ্গ- শ্বেতাঙ্গ সংঘাত
D প্যালেস্টাইন মুসলিম নিধন
Solution
Correct Answer: Option A
- হলোকাস্ট বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানির হাতে প্রায় ৬০ লক্ষ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনাকে বোঝায়।
- নাৎসিরা ইহুদিদের নিজেদের শত্রু মনে করত এবং “জাতিগতভাবে বিশুদ্ধ” জার্মান জাতি গঠনের লক্ষ্য নিয়েছিল।
- যদিও এই হত্যাযজ্ঞে অন্যান্য জাতির মানুষও প্রাণ হারায়, তবুও “হলোকাস্ট” শব্দটি বিশেষভাবে ইহুদিদের গণহত্যাকে নির্দেশ করে।