শুদ্ধ বানান কোনটি?

A সমিচীন

B পুরষ্কার

C পরিস্কার

D অদৃষ্টপূর্ব

Solution

Correct Answer: Option D

সমিচীন (সমীচীন): সঠিক বানান হলো সমীচীন, কারণ এটি দীর্ঘ ঈ-কার দিয়ে লেখা হয়। এর অর্থ হলো উপযুক্ত বা যথাযথ।

পুরষ্কার (পুরস্কার): সঠিক বানান হলো পুরস্কার, কারণ এটি রেফ (র্) ছাড়া লেখা হয়। এর অর্থ হলো পুরস্কার বা উপহার।

পরিস্কার (পরিষ্কার): সঠিক বানান হলো পরিষ্কার, কারণ এটি মূর্ধন্য ষ (ষ) দিয়ে লেখা হয়। এর অর্থ হলো পরিচ্ছন্ন বা নির্মল।

অদৃষ্টপূর্ব: এর অর্থ হলো যা আগে দেখা যায়নি এমন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions