’নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

A কাজী আবদুল ওদুদ

B আবুল ফজদ

C রশীদ করিম

D হুমায়ুন কবির

Solution

Correct Answer: Option D

'নদী ও নারী' (১৯৪৫) উপন্যাসের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ হুমায়ূন কবির । তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ বাংলার কাব্য, মার্কসবাদ, শিক্ষক ও শিক্ষার্থী (প্রবন্ধ); স্বপ্নসাধ, সাথী, অষ্টাদশী (কাব্য) । অন্যদিকে কাজী আবদুল ওদুদ, আবুল ফজল ও রশীদ করিমের বিখ্যাত উপন্যাস যথাক্রমে- নদীবক্ষে, চৌচির ও উত্তম পুরুষ ।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions