'গ্ধ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Solution
Correct Answer: Option D
অস্বচ্ছ যুক্তবর্ণ: যে যুক্তবর্ণের প্রতিটি বা কোনো একটি বর্ণ অস্পষ্ট, সে সব যুক্ত বর্ণকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে।
- যেমন:
- ষ্ণ = (ষ্+ণ);
- গ + ধ = গ্ধ;
- জ + ঞ = জ্ঞ;
- ক্ষ = (ক্+ষ);
- হ্ম = (হ্+ম);
- গু = (গ্+উ) ইত্যাদি।