একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার উত্তর দিকে গেল এং সেখান থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?
Correct Answer: Option D

A অবস্থান থেকে দূরত্ব AC = √(AB2+BC2)
= √(12)2+(5)2
= √144+25
= √169
AC = ১৩ কিমি.
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions