ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয় ----
A ভাইরাস ধ্বংসের জন্য
B খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
C ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
D ডিস্ক ফরমেট করতে
Solution
Correct Answer: Option C
কম্পিউটারের মেমোরি রিফ্রেশিং -এর জন্য মাঝে মাঝে Disk ডিফ্রাগমেন্টেশান করতে হয় । এতে কম্পিউটারের Loading Capacity কিছুটা বৃদ্ধি করে । অর্থাৎ speed up হয় । ভাইরাস ধ্বংসের জন্য Antivirus program ব্যবহার করা হয় । খারাপ সেক্টর (bad cluster) পরীক্ষার জন্য Error checking বা disk checking করতে হয় । ষ্টোরেজ ডিভাইস ব্যবহার উপযোগী করতে বা সমস্যা fix করতে disk format করতে হয় ।