বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?

A জ্বর জ্বর লাগছে

B চোরে চোরে ঝগড়া

C লাল লাল গোলাপ

D কাকে কাকে ডাকব

Solution

Correct Answer: Option C

লাল লাল  পুনরায়  আবৃত্ত বিশেষণযোগে গঠিত দ্বিত শব্দ। পুনরাবৃত্ত দ্বিত বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে ।যেমনঃ
- জোরেজোরে (বিভক্তিযুক্ত )
- ঘুম ঘুম (বিভক্তিহীন)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions