Correct Answer: Option C
- Strategic Defence Initiative (SDI) একটি কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ, যা ১৯৮৩ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ঘোষণা করেন ।
- সম্ভাব্য সোভিয়েত (বর্তমান রাশিয়া) ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে মহাকাশে মার্কিন প্রতিরক্ষা ব্যূহ রচনাই হলো এ উদ্যোগের মূল কথা ।
- এ ব্যবস্থা পূর্বের Mutual Assured Destruction বা MAD ব্যবস্থা সাথে মহাকাশে যুদ্ধংদেহী অবস্থায় যাওয়ার কারণে প্রচার মাধ্যমগুলো একে Star Wars বা তারকা যুদ্ধ বলে অভিহিত করে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions