প্রাকৃতিক আইনের উদ্ভব হয়:

A থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে

B ম্যাগনা কার্টা থেকে

C গ্রিক, খ্রিস্টাটন ও মধ্যযগীয় ধর্মতত্ত্ব থেকে

D কনফুসিয়ানিজম থেকে

Solution

Correct Answer: Option A

ব্রিটিশ দার্শনিক ও রাষ্ট্র চিন্তাবিদ টমাস হবস ও জন লক এবং ডাচ আইনজ্ঞ হুগো গ্রোসিয়াসের লেখা থেকে প্রাকৃতিক আইনের উদ্ভব হয় । ১২১৫ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক ঘোষিত জনগণের জন্য রাজনৈতিক ও ব্যাক্তি স্বাধীনতা সংক্রান্ত সনদ হলো ম্যাগনাকার্টা । গ্রিক, খ্রিষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব ছিল প্যাপাসি বা পোপতান্ত্রিক । খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের চীনা দার্শনিক কনফুসিয়াসের সৃষ্ট কুনফুসিয়াসবাদের মূল শিক্ষাই ছিল সুবিধাভোগী শ্রেণির আধিপত্য কায়েম করা এবং ঈশ্বরের ইচ্ছার জয়গান করা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions