বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?

A ট্রপোমন্ডল (Troposphere)

B স্ট্রাটোমন্ডল (Stratosphere)

C মেসোমন্ডল (Mesosphere)

D তাপমন্ডল (Troposphere)

Solution

Correct Answer: Option A

ট্রপোমণ্ডল (Troposphere) স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভৃপৃষ্ঠের সঙ্গে লেগে আছে । মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয় । ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি । এই স্তর ভৃপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬-১৯ কিমি. এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিমি. পর্যন্ত বিস্তৃত । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions