'ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে?- এখানে 'ঘুমিয়ে ঘুমিয়ে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
A ক্রিয়া বিশেষণ
B সামান্য
C আধিক্য
D তীব্রতা
Solution
Correct Answer: Option A
ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে? এখানে ঘুমিয়ে ঘুমিয়ে দ্বিরুক্ত বিশেষণ পদটি শুনলে ক্রিয়া পদটিকে বিশেষায়িত করেছে । সুতরাং ঘুমিয়ে ঘুমিয়ে দ্বিরুক্ত পদটি ক্রিয়া বিশেষণ।