বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' কোন বিষয়ের সঙ্গে জড়িত ?

A আন্তর্জাতিক অভিবাসন নীতি

B নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন

C অস্ত্র নিয়ন্ত্রণ

D আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন

Solution

Correct Answer: Option B

• বিখ্যাত Washington Consensus (ওয়াশিংটন কনসেনসাস) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত ।
• এ নীতিটি অর্থনীতিবিদ জন উইলিয়ামসন ১৯৯৩ সালে ভালো অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিত্তি মূলে তার এবং ওয়াশিংটন ভিত্তিক IBRD এবং IMF -এর কিছু নিতীমালাকে বুঝাতে ব্যবহার করেন ।
• নীতিগুলো হচ্ছে- বাণিজ্য উদার করা, অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক-শৃঙ্খলা, দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার, কর সংস্কার, ফিন্যানসিয়াল উদারীকরণ, প্রতিযোগিতামূলক বিনিময় হার, বেসরকারি খাতে হস্তান্তরকরণ নিয়ন্ত্রণ শিথিল করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions