মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
A ১০ নং সেক্টর
B ১১ নং সেক্টর
C ৮ নং সেক্টর
D ৯ নং সেক্টর
Solution
Correct Answer: Option A
- ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
- ১০ নং সেক্টরের অধীনে ছিল অভ্যন্তরিন নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল।
- এ সেক্টরের দায়িত্বে ছিলেন নৌবাহিনীর ৮ জন বাঙ্গালি কর্মকর্তা।