১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?

A ৫০

B ৫১

C ৪৮

D ৪৯

Solution

Correct Answer: Option B

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ-বিগ্রহমুক্ত এক নতুন বিশ্বের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান 'জাতিসংঘ' গঠন করার জন্য শান্তিপ্রিয় বিশ্বনেতারা ২৫ এপ্রিল-২৬ জুন ১৯৪৫ সময়কালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এর সম্মেলনে মিলিত হন ।
- এ সম্মেলনে দীর্ঘ আলাপ-আলোচনা শেষে গৃহীত হয় 'জাতিসংঘ সনদ' ।
- সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্রের প্রতিনিধিরা ২৬ জুন ১৯৪৫ সনদটি স্বাক্ষর করেন ।
- পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর ১৯৪৫ সনদে স্বাক্ষর করে এবং ৫১তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions