Solution
Correct Answer: Option A
পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য অথবা পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হয়ে যে সমাস হয়, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- নীল কন্ঠ যার = নীলকণ্ঠ
- এক গোঁ যার = একগুঁয়ে
- সুন্দর হৃদয় যার = সুহৃদ
- সু বুদ্ধি যার = সুবুদ্ধি
- সুন্দর শ্রী যার = সুশ্রী