Solution
Correct Answer: Option C
পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বা বিকারজাত দ্বিত্ব বলে, এখানে 'বিকার' অর্থ বিকৃতি বুঝায়। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয় ।তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট,সাধারণ বা গুরুত্বহীন করা হয়।
যেমন:
- বকাঝকা,
- অঙ্ক-টঙ্ক ,
- আম-টাম,
- কেক-টেক ,
- ঘর-টর,
- জলতল,
- অলিগলি,
- চা-টা ইত্যাদি ।