তদ্ভব শব্দের উদাহরণ কোনটি?

A ঘোড়া

B আকাশ

C ঢেকি

D কলম

Solution

Correct Answer: Option A

- যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলে তদ্ভব শব্দ।
- তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়।
- যেমন: ঘোটক (তৎসম) > ঘোড়া (তদ্ভব)।

আকাশ- তৎসম শব্দ;
ঢেঁকি- দেশি শব্দ;
কলম- আরবি শব্দ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions