‘বার বার কামান গর্জে উঠলো’ এখানে ‘বার বার’ কোন ধরনের দ্বিরুক্তি?
Solution
Correct Answer: Option B
⇒ বাক্যে ব্যবহৃত ‘বার বার’ শব্দটি মূলত কোনো কাজ কতক্ষণ পর পর ঘটছে বা তার পৌনঃপুনিকতা নির্দেশ করছে।
⇒ যখন কোনো অব্যয় পদ (যেমন: বার, বারংবার, পুনঃপুন) দুইবার ব্যবহৃত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে, তাকে অব্যয়ের দ্বিরুক্তি বলা হয়।
⇒ ‘অব্যয়ের দ্বিরুক্তি’ অংশে এই উদাহরণটি (বার বার সে কামান গর্জে উঠল) উল্লেখ করা হয়েছে, যা কাজের পৌনঃপুনিকতা বা বারবার ঘটা নির্দেশ করে।