বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্ত শব্দের প্রয়োগের উদাহরণ কোনটি?

A নামিল নভে বাদল ছলছল বেদনায়

B চিকচিক করে বালি কোথা নাই কাদা

C কলকলিয়ে উঠর সেথায় নারীর প্রতিবাদ

D বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে

Solution

Correct Answer: Option A

বিভিন্ন পদরূপে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার-
বিশেষ্য- বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে,
বিশেষণ- নামিল নভে বাদল ছলছল বেদনায়,
ক্রিয়া- কলকলিয়ে উঠিল সেথায় নারীর প্রতিবাদ,
ক্রিয়া বিশেষণ- চিকচিক করে বালি কোথা নাই কাদা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions