³⁵₁₇Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
Correct Answer: Option B
- কোন পরমাণুতে ভরসংখ্যা = প্রোটন + নিউট্রন সংখ্যা, যা A দিয়ে প্রকাশ করা হয়।
- যেহেতু, ভরসংখ্যা হলো, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভরসংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে পরমাণুর নিউট্রন সংখ্যা পাওয়া যাবে।
- এখানে, Cl- এর ভরসংখ্যা ৩৫ এবং প্রোটন সংখ্যা ১৭।
- সুতরাং, নিউট্রন সংখ্যা = ৩৫ - ১৭ = ১৮
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions