পনির ও তপনের আয়ের অনুপাত ৪: ৩ । তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪ । পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
Correct Answer: Option C
পনির ঃ তপন = 4:3 = (4×5):(3×5) = 20:15
এবং তপন ঃ রবিন = 5:4 =(5×3):(4:3) = 15:12
পনির ঃ তপন ঃ রবিন = 20:15:12
ধরি, পনির, তপন ও রবিনের আয় যথাক্রমে 20x, 15x এবং 12x টাকা ।
প্রশ্নমতে,
20x = 120
x = 6
রবিনের আয় = 12×6 = 72 টাকা ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions