Where is the headquarters of the International Committee of the Red Cross located?
Solution
Correct Answer: Option B
সুইজারল্যান্ডের জেনেভায় রেডক্রসের সদর দপ্তর অবস্থিত । UNESCO, OECD ও ICC- এর সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে । যক্তরাজ্যের লন্ডনে IMO, কমনওয়েলথ, অক্সফাম ইন্টারন্যাশনাল ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর রয়েছে । যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে UN, UNICEF, UNDP ও UNFPA- এর সদর সপ্তর অবস্থিত ।