Solution
Correct Answer: Option C
যে বিশেষণগুলি কোনো বিশেষ্যের সংখ্যাগত ক্রমিক অবস্থান প্রকাশ করে, তাদের বলে পূরণবাচক শব্দ বা ক্রমবাচক শব্দ।
পূরণবাচক শব্দের উদাহরণ: পয়লা বৈশাখ, প্রথম দিন, চতুর্থ ছাত্র, দশম শ্রেণি, একাদশ অধ্যায়, একাদশী তিথি, ঊনবিংশ শতাব্দী, একুশে আশ্বিন, তিরিশে ভাদ্র, দশের ঘর, বারোর নামতা ইত্যাদি।
পূরণবাচক শব্দ চেনার উপায়ঃ
পূরণবাচক শব্দ কোনো বিশেষ্যের সংখ্যা বোঝায় না, ক্রমিক অবস্থান বোঝায়।
যেমন: 'ক্লাসের পঞ্চম ছাত্র' বললে পাঁচটি ছাত্র না বুঝিয়ে যে ছেলেটির পাঁচ রোল নম্বর, তাকে বোঝায়। আর 'দশম ছাত্র' বললে দশ রোলের ছেলেটিকে বোঝায়। সুতরাং কোনও ক্ষেত্রেই একটির বেশি ছেলেকে বোঝাচ্ছে না। এটি পূরণবাচক শব্দ চেনার একটি বিশেষ উপায়।
পূরণ বাচক শব্দ কখনও একের বেশি সংখ্যা প্রকাশ করে না। যদি বলা হয় ২৫শে বৈশাখ, তাহলে বৈশাখ মাসের একটিই দিনকে বোঝায়, যদি বলা হয় একাদশী তিথি, তাহলে একটিই তিথিকে বোঝায়, এগারোটি তিথি নয়। সংখ্যা ও পূরণবাচক শব্দকে আলাদা করার এটিই সবচেয়ে সহজ উপায়।