স্বভাবতই মূর্ধন্য ষ হয়- এমন উদাহরণ কোনটি?
A কৃষক
B বর্ষা
C ঔষধ
D কাস্ট
Solution
Correct Answer: Option C
কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধণ্য-ষ বসে।
যেমন:
আষাঢ় শেষ ঈষৎ মেষ
ভাষা কলুষ ভাষ্য মানুষ।
ষোড়শ কোষ পৌষ রোষ
ষট্ পুরুষ মানুষ পাষণ্ড ষণ্ড প্রত্যূষ।
আভাষ ভাষণ অভিলাষ পোষণ
ঊষর তোষণ ঊষা শোষণ।
ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ
বিশেষ ভূষণ সরিষা দূষণ।