ইরাকের বর্তমান প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ কোন সম্প্রদায়ের?
Solution
Correct Answer: Option C
- আবদুল লতিফ রশিদ ( জন্ম 10 আগস্ট 1944 ) একজন ইরাকি কুর্দি রাজনীতিবিদ।
- তিনি 2022 সালে ইরাকের 9 তম রাষ্ট্রপতি হন৷
- তিনি 2022 সালের রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি বারহাম সালিহকে পরাজিত করেছিলেন ৷
- তিনি কুর্দি বংশোদ্ভূত। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি জালাল তালাবানীর নেতৃত্বে কুর্দিস্তান প্যাট্রিয়টিক ইউনিয়ন (PUK) এর একজন সক্রিয় সদস্য।
- 1986 সাল থেকে, তিনি যুক্তরাজ্যে কুর্দিস্তানের দেশপ্রেমিক ইউনিয়নের প্রতিনিধি এবং কুর্দিস্তান ফ্রন্টের মুখপাত্র হিসাবে কাজ করেছেন।