রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

A মৃদু রঞ্জন রশ্মি

B বিটা রশ্মি

C গামা রশ্মি

D কসমিক রশ্মি

Solution

Correct Answer: Option A

- পুরনো মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথোড রে টিউব (CRT) ব্যবহার করা হয়।
- ইলেক্ট্রনসমূহ অতিউচ্চ বিভবে থাকার কারণে এ CRT থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়।
- এ এক্স-রে বা রঞ্জন রশ্মি জীব কোষ ধ্বংস করতে সক্ষম।
- তবে আধুনিক টেলিভিশন থেকে এরূপ এক্স-রে নির্গমন ঘটে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions