আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
A সুলতান সিকান্দার শাহ
B সুলতান সিকাদ্দার শাহ
C সুলতান আলাউদ্দিন হুসেন শাহ
D সুলতান নসরত শাহ
Solution
Correct Answer: Option A
আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদহ জেলার হযরত পান্ডুয়া বা ফিরুজাবাদে অবস্থিত। এটি কেবল বাংলায়ই নয়, গোটা উপমহাদেশের মধ্যে বৃহত্তম মসজিদ। এর পেছনের দেয়ালে প্রাপ্ত একটি শিলালিপি অনুসারে এটি ১৩৭৩ খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের পুত্র সিকান্দর শাহ কর্তৃক নির্মিত।