'বত্রিশ সিংহাসন' -এর রচয়িতা কে?

A মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

B রামরাম বসু

C বিদ্যাসাগর

D রাজীব লোচন মুখোপাধ্যায়

Solution

Correct Answer: Option A

‘বত্রিশ সিংহাসন’ (১৮০২) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অনূদিত কাহিনি সংকলন।
- বাংলা গদ্যের আদিপর্বের ইতিহাসে এই রচনাটি উল্লেখযোগ্য।
তার রচিত গ্রন্থঃ
- বত্রিশ সিংহাসন (১৮০২),
- হিতোপদেশ (১৮০৮),
- রাজাবলি (১৮০৮),
- প্রবোধচন্দ্রিকা (১৮১৩, কিন্তু প্রকাশিত হয় ১৮৩৩ সালে),
- বেদান্তচন্দ্রিকা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions