Solution
Correct Answer: Option C
- নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৯ সালে নিউইয়র্কে Convention on the Elimination of all forms of Discrimination Against Women (CEDAW) সনদ স্বাক্ষরিত হয় এবং ১৯৮১ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ ১৯৮৪ সালে CEDAW সনদ অনুমোদন করে ।
- ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর প্রয়োজনীয় ২০ টি দেশ অনুমোদন করায় সনদটি কার্যকর হয়।
- এই সনদে মোট ৩০টি ধারা রয়েছে।