বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস বিদ্যমান?
Solution
Correct Answer: Option D
বায়ুমণ্ডলে বিদ্যমান গ্যাস সমূহ:
নাইট্রোজেন (N2): 78.02%
অক্সিজেন (O2): 20.71%
আর্গন (Ar): 0.80%
কার্বন ডাইঅক্সাইড (CO2): 0.03%
জলীয় বাষ্প: 0.41%
ধূলিকণা: 0.01%
ওজোন, মিথেন, হিলিয়াম প্রভৃতি: 0.02%
মোট: 100%