বিশ্বের সর্বপ্রথম সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে?
A জাপান
B যুক্তরাজ্য
C কানাডা
D যুক্তরাষ্ট্র
Solution
Correct Answer: Option D
- বিশ্বের সবচায়ে শক্তিশালী সৌরচুল্লী এর নাম Solar Energy Genarating Systems(SEGS) যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোজার মরুভূমিতে অবস্থিত।
- ২০১৪ সালে এই সৌরচুল্লি নির্মিত হয়।
- এটির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫৪ মেগাওয়াট।