'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।' - বাক্যটির 'চিনিপাতা' কোন কারক?

A কর্মকারক

B অধিকরণ কারক

C করণ কারক

D অপাদান কারক

Solution

Correct Answer: Option C

'করণ' শব্দটিকে অর্থ যন্ত্র, সহায়ক বা উপায় । ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে । যেমনঃ বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু । এখানে 'চিনিপাতা' হলো 'দই' এর উপকরণ । কারণ; চিনিপাতার মাধ্যমে দইয়ের গুনাগুন প্রকাশ [আচ্চে । তাই 'চিনিপাতা' শব্দটি করণ কারক ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions