‘পলাতক দাসে দাও স্বাধীনতা’ –এখানে ‘দাসে’ কোন কারকে কোন বিভক্তি?

A করণে সপ্তমী

B কর্মে সপ্তমী

C অধিকরণে পঞ্চমী

D সম্প্রদানে সপ্তমী

Solution

Correct Answer: Option D

স্বত্ব ত্যাগ করে কোনো কিছু দান, অর্চনা ও সাহায্য করাকে সম্প্রদান কারক বলে। এখানে দাসকে বিনা শর্তে মুক্তির কথা ব্যক্ত করা হয়েছে।
- "অন্ধজনে দেহে আলো" এখানে অন্ধজনে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions