Solution
Correct Answer: Option C
যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনাম এর উপর প্রযুক্ত হয়। অপাদান কারক দিয়ে সাধারণত কোনো কিছু থেকে সরে যাওয়া অর্থ বোঝানো হয়।
কোথায় থেকে/কী হতে/কীসের হতে দিয়ে প্রশ্নের উত্তরে অথবা ভয়-ডর-ভীতি-শংকা পেলে অপদান কারক হয়।
তার 'চোখ দিয়ে' পানি পড়ে বাক্যটিতে কোথা থেকে/কী হতে পানি পড়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'চোখ দিয়ে' তাই এটি অপাদানে ৩য়া বিভক্তি হবে।