A অপাদান কারকে সপ্তমী বিভক্তি
B করণ কারকে সপ্তমী বিভক্তি
C অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
D কর্ম কারকে সপ্তমী বিভক্তি
Solution
Correct Answer: Option A
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- ক্রিয়াকে ‘কোথা হতে', “কি হতে' বা ‘কিসের হতে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়।
- যেমন: পাপে বিরত থাকো। এখানে যদি প্রশ্ন করা হয়, কি হতে বিরত থাকো? তাহলে উত্তর পাই- পাপ হতে।
- সুতরাং, 'পাপ' অপাদান কারক এবং এর সাথে ৭মী বিভক্তি (পাপ+এ) যুক্ত হয়েছে বলে এটি অপাদান কারকে ৭মী বিভক্তি ।