‘তিনি বাড়ী নেই’ বাক্যে ‘বাড়ী’ কোন কারক?

A কর্ম

B কর্তৃ

C অধিকরণ

D সম্প্রদান

Solution

Correct Answer: Option C

১। কারক নির্ণয়ের নিয়ম: কোনো বাক্যে একটি পদের কারক নির্ণয় করতে হলে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হয়। এই বাক্যের ক্রিয়াপদ হলো 'নেই'।

২। প্রশ্ন ও উত্তর:
ক্রিয়াপদ 'নেই'-কে যদি "কোথায়" দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে উত্তর আসে 'বাড়ী'।
প্রশ্ন: তিনি কোথায় নেই?
উত্তর: বাড়ী (নেই)।

৩। অধিকরণ কারকের সংজ্ঞা: ক্রিয়া সম্পাদনের স্থান, কাল বা বিষয়কে অধিকরণ কারক বলে। যেহেতু 'বাড়ী' শব্দটি ক্রিয়া (নেই) সম্পাদনের স্থান নির্দেশ করছে, তাই এটি অধিকরণ কারক।

৪। বিভক্তি: এখানে 'বাড়ী' শব্দটির সাথে কোনো বিভক্তি চিহ্ন (যেমন: এ, তে, য় ইত্যাদি) যুক্ত নেই। তাই এর বিভক্তি হলো শূন্য বিভক্তি।

সুতরাং, পূর্ণাঙ্গ ব্যাকরণগত পরিচয় হলো: অধিকরণ কারকে শূন্য বিভক্তি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions