শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে - বাক্যে ''পাঠে'' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option C
-ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ , যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া নিষ্পন্ন হয় , সে বিষয় , সময় বা স্থানকে অধিকরণ কারক বলে ।
যেমন - শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে - বাক্যে ''পাঠে'' শব্দটি অধিকরণে সপ্তমী বিভক্তি ।