Solution
Correct Answer: Option A
- ওয়ানগালা হলো গারো জনগোষ্ঠীর প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব।
- এটি মূলত একটি ফসল তোলার উৎসব, যা তাদের সূর্য দেবতা সালজং-কে উৎসর্গ করা হয়।
- এই উৎসবটি ‘একশ ঢোলের উৎসব’ নামেও পরিচিত।
- বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট অঞ্চলে বসবাসকারী গারোরা এই উৎসব পালন করে।
- গারো সমাজ মাতৃতান্ত্রিক এবং তাদের নিজস্ব ভাষার নাম মান্দি।
- তাদের ঐতিহ্যবাহী ধর্ম সাংসারেক হলেও, বর্তমানে অধিকাংশ গারো খ্রিস্টধর্ম অবলম্বনকারী।