Solution
Correct Answer: Option D
- ইস্তাম্বুল বিশ্বের একমাত্র শহর যা ইউরোপ এবং এশিয়া এই দুটি মহাদেশ জুড়ে বিস্তৃত।
- বসফরাস প্রণালী শহরটিকে ইউরোপীয় (পশ্চিম) এবং এশীয় (পূর্ব)—এই দুই অংশে বিভক্ত করেছে।
- এই প্রণালীটি উত্তরে কৃষ্ণ সাগর এবং দক্ষিণে মারমারা সাগরকে সংযুক্ত করেছে।
- ভৌগোলিকভাবে, শহরটির পশ্চিম অংশ ইউরোপ মহাদেশে এবং পূর্ব অংশ এশিয়া মহাদেশে অবস্থিত।
- ইস্তাম্বুল তুরস্কের বৃহত্তম শহর, যা পূর্বে বাইজেন্টিয়াম ও কনস্ট্যান্টিনোপল নামে পরিচিত ছিল।