কোনটি পৃথিবীর বিশাল আকৃতির শোধনাগার?
A বায়ু
B মাটি
C পানি
D গাছপালা
Solution
Correct Answer: Option B
- ভূপৃষ্ঠের উপরিভাগের নির্দিষ্ট স্তর বিন্যাসযুক্ত যে অংশ জৈব ও অজৈব বস্তুর সমন্বয়ে গঠিত এবং গাছকে দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে তাকে মাটি বলে।
- মাটি হলো পৃথিবীর প্রাকৃতিক শোধনাগার।