'শেষ রাত্রির তারা' উপন্যাসটির রচয়িতা কে?

A আবু জাফর শামসুদ্দিন

B আলাউদ্দিন ওমর

C মানিক বন্দোপাধ্যায়

D ডি. এল. রায়

Solution

Correct Answer: Option A

আবু জাফর শামসুদ্দীন - শেষ রাত্রির তারা। তার রচিত পদ্মা মেঘনা যমুনা বাংলার সাহিত্যের একটি অনন্য গ্রন্থ। এছাড়াও তার রচিত বেশ কিছু গ্রন্থ ইংরেজি, হিন্দি, উর্দু, মারাঠি, জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশ করা হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস হলো - দেয়াল, পদ্মা মেঘনা যমুনা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions