কোন ত্রিভুজের দুইটি কোণ ১০ ডিগ্রি এবং ৮০ ডিগ্রী হলে, ত্রিভুজটি হবে -
A সূক্ষ্ণকোণ
B সমকোণী
C স্থুলকোণী
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option B
আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাণ = ১৮০° - (১০°+৮০°) = ৯০°, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভূজ। যার একটি কোণ ৯০° তাকে সমকোণী ত্রিভূজ বলে।