একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে, কোণ তিনটিকে ডিগ্রীতে প্রকাশ করুন?
A ৪৫°, ৬০°,৭৫°
B ৩০°,৪০°,৫০°
C ৪২° , ৫৬° , ৭০°
D ৪৮° , ৬৪°, ৮০°
Solution
Correct Answer: Option A
আমরা জানি, ত্রিভুজের তিনকোণের সমষ্টি ১৮০°
এখন অনুপাতের যোগফল=৩+৪+৫=১২
অতএব কোণগুলো ১৮০° এর ৩/১২=৪৫° .
১৮০° এর ৪/১২=৬০°
এবং ১৮০° এর ৫/১২=৭৫°