কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে -
Solution
Correct Answer: Option A
কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী": বাংলা সাহিত্যের অমর বিদ্রোহের কবিতা
বাংলা সাহিত্যের আকাশে যখন ১৯২১ সালে "বিদ্রোহী" কবিতাটি রচিত হয়, তখন থেকেই এটি হয়ে ওঠে বাঙালি জাতির মুক্তির মহাকাব্য। ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রথম প্রকাশিত এই কবিতাটি ছিল কবির 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
"বিদ্রোহী" শুধু একটি কবিতা নয়, এটি একটি জাগরণের মন্ত্র। যদিও নজরুল অসংখ্য বিদ্রোহ-ভাবাপন্ন কবিতা রচনা করেছেন, কিন্তু এই একটি কবিতার জন্যই তিনি চিরকাল বাঙালির হৃদয়ে 'বিদ্রোহী কবি' হিসেবে স্থান করে নিয়েছেন। কবিতাটির প্রতিটি ছত্রে ধ্বনিত হয়েছে বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।
এই মহান কবিতায় নজরুল শুধু ব্রিটিশ শাসনের বিরুদ্ধেই নয়, সকল প্রকার অন্যায়, অবিচার, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি নিজেকে চিত্রিত করেছেন এক অদম্য বিদ্রোহী চেতনা হিসেবে, যে সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে এগিয়ে যায় ন্যায় ও সত্যের পথে।
"বিদ্রোহী" কবিতা শুধু একটি সাহিত্যিক রচনা নয়, এটি হয়ে উঠেছে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের এক চিরন্তন প্রেরণা। এর প্রতিটি শব্দে ধ্বনিত হয়েছে স্বাধীনতা, সাম্য ও ন্যায়ের বার্তা, যা আজও সমান প্রাসঙ্গিক।