Solution
Correct Answer: Option C
বাংলাদেশে ব্যবহারিত প্রথম কম্পিউটার IBM 1620 আসে ১৯৬৪ সালে। পরমানু গবেষণা কেন্দ্রে এই কম্পিউটার স্থাপিত হয়। বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে সংরক্ষিত আছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে বাংলাদেশেরর প্রথম কম্পিউটারে চালানোর দায়িত্বে ছিলেন -হানিফউদ্দিন মিয়া। BM 1620 এর বৈশিষ্ট্য- এটি বাজারে আসে অক্টোবর ২১, ১৯৫৯ সালে (সরবরাহ নভেম্বর ১৯৭০) এটি ছিল IBM 1620 মডেলের Mainframe কম্পিউটার।