Solution
Correct Answer: Option D
- কোনো যন্ত্র বা উপকরণ (instrument) ব্যবহার করে কোনো কাজ করা বোঝালে, তার আগে preposition হিসেবে 'with' বসে।
- এই বাক্যে, কলম (pen) হলো লেখার একটি উপকরণ বা মাধ্যম।
- তাই শূন্যস্থানে সঠিক preposition হিসেবে 'with' ব্যবহৃত হবে।
- সম্পূর্ণ বাক্যটি হবে: I have no pen to write with (আমার লেখার জন্য কোনো কলম নেই)।