Solution
Correct Answer: Option A
- 'Borne' শব্দটি হলো 'bear' verb-এর past participle রূপ।
- এর প্রধান অর্থ হলো বহন করা, ধারণ করা বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া।
- উদাহরণস্বরূপ, water-borne diseases বলতে বোঝায় পানিবাহিত রোগ, অর্থাৎ যা পানির মাধ্যমে বাহিত হয়।
- 'bear' verb-এর আরেকটি অর্থ জন্ম দেওয়া হলেও, সেই অর্থে past participle হিসেবে 'born' (e.g., I was born) শব্দটি ব্যবহৃত হয়।