Solution
Correct Answer: Option B
- ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলা হয়।
- একটি ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়: ধাতু এবং ক্রিয়া বিভক্তি।
- ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যে মূল অংশটি অবশিষ্ট থাকে, সেটিই হলো ধাতু।
- উদাহরণস্বরূপ, 'পড়ছে' ক্রিয়াপদটির ধাতু হলো 'পড়্' এবং এর সাথে যুক্ত 'ছে' হলো ক্রিয়া বিভক্তি।